নড়াইলের লোহাগড়ায় রোগী থাকা অবস্থায় অপারেশন থিয়েটারে টিকটক ভিডিও ধারণ ও প্রকাশের ঘটনায় প্রত্যাশা ক্লিনিকের অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টার দিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাতের নেতৃত্বে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কৃষ্ণপদ বিশ্বাস, প্রশাসনিক কর্মকর্তা গোলাম কিবরিয়া, লোহাগড়া ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী মুরাদ হোসেন ও সাধারণ সম্পাদক রাজু আহমেদ বাপ্পি।
জানা গেছে, লোহাগড়া পৌরসভার জয়পুর মোড়ে অবস্থিত ‘প্রত্যাশা ক্লিনিক’-এ কর্মরত নার্স প্রিয়া অপারেশন থিয়েটারের ভেতরে দাঁড়িয়ে অচেতন ও মুমূর্ষু রোগীদের উপস্থিতিতেই টিকটক ভিডিও তৈরি করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছিলেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতিমালার পরিপন্থী এ ঘটনা বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিষয়টি নজরে আসার পরই তদন্ত শুরু করে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
এ বিষয়ে নার্স প্রিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ভিডিও ধারণের ঘটনা স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। একইভাবে ক্লিনিকটির মালিক সেলিমও ভুল স্বীকার করেন।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত বলেন, ‘অপারেশন থিয়েটারের অভ্যন্তরীণ কোনো কর্মকাণ্ড ভিডিও করে প্রকাশ করা আইনত দণ্ডনীয় অপরাধ। রোগীকে নিয়ে এ ধরনের আচরণ গুরুতর অনৈতিক ও পেশাগত দায়িত্বের চরম লঙ্ঘন।
তিনি আরও জানান, জেলা সিভিল সার্জনের নির্দেশে ক্লিনিকটির অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বন্ধ থাকবে।
বিডি প্রতিদিন/জামশেদ