থ্রি-হুইলার চালকের উপর হামলা ও ভাঙচুরের পাল্টা বাসের উপর হামলা ও চালক শ্রমিকদের মারধরের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার বরিশাল নগরী ও গৌরনদীতে পৃথক দুই ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে আধা ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়কও অবরোধ করা হয়। তবে পুলিশে হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়েছে।
জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে থেকে থ্রি-হুইলার থামিয়ে যাত্রী উঠায়। তখন বাস শ্রমিকরা পিছন থেকে থ্রি হুইলারে আঘাত করে চালককে সরিয়ে দেয়। থ্রি হুইলার চালক গৌরনদীর বাটাজোর এসে অন্যদের জড়ো করে। এ সময় একটি বাস এলে থ্রি-হুইলার চালকরা হামলা করে। তারা বাসের চালক, হেলপার ও সুপারভাইজারকে মারধর করে। এ সময় দুই যাত্রীকে মারধর করে থ্রি-হুইলার চালকরা।
অভিযুক্ত থ্রি হুইলার চালক হুমায়ন বলেন, নথুল্লাবাদে তার থ্রি-হুইলার ভাঙচুর করেছে। বাসটি বাটাজোর এলে জনতা বাসটিকে আটকে রাখে। বাস শ্রমিকরা থ্রি-হুইলারের এক চালককে উঠিয়ে নেয়ার চেষ্টা করে। তখন স্থানীয়রা তাদের প্রতিহত করে। বাসের উপর হামলা ও কাউকে মারধর করা হয়নি। তবুও বাসটি রাস্তার মধ্যে আড়াআড়ি রেখে জনদুর্ভোগ সৃষ্টি করেছে।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন