ইসরায়েলি সেনাদের গুলিতে দক্ষিণ গাজার খান ইউনিসে নিহত হয়েছেন ফিলিস্তিনি দৌড়বিদ আল্লাম আল-আমুর।
বুধবার ত্রাণ সংগ্রহের চেষ্টা করার সময় তিনি গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
আল্লাম আল-আমুর ছিলেন প্রতিশ্রুতিশীল ক্রীড়াবিদ। ২০২৩ সালের মার্চে দোহায় অনুষ্ঠিত ওয়েস্ট এশিয়া ক্লাবস অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তিন হাজার মিটার দৌড়ে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। ওই আসরে ১২ দেশের ২৫০ জন অ্যাথলেট অংশ নিয়েছিলেন। প্রথমবারের অংশগ্রহণেই পদক এনে দেশকে গর্বিত করেছিলেন এই তরুণ।
তার পরিবার জানায়, ‘আমেরিকান ত্রাণকেন্দ্র’ নামে পরিচিত একটি স্থানের কাছে ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারান আল্লাম।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা অবিরাম যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এরপর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় ৬৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা উপত্যকা, দেখা দিয়েছে তীব্র খাদ্যসংকট। জাতিসংঘের মতে, গাজা এখন প্রায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি
বিডি প্রতিদিন/একেএ