জয়পুরহাটে নির্মাণাধীন ভবন কাজ করার সময়ে মাচা ভেঙ্গে পড়ে যোগেন চন্দ্র মাহাত (৬০) নামে এক শ্রমিক নিহত মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলার আউশগাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের। নিহত শ্রমিক যোগেন মাহাত সদর উপজেলার নারায়নপাড়া খয়েরদাড়া জগদীশ চন্দ্র মাহাতের ছেলে।
(ওসি) নাজমুল কাদের বলেন, আউশগাড়া এলাকার বজলু রহমানের একটি নির্মাণাধীন ভবন কাজ করছিলেন যোগেন চন্দ্র। হঠাৎ মাচা ভেঙ্গে পড়ে যান তিনি। তাকে আহত অবস্থায় অন্যান্য সহকর্মীরা জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএম