সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, যখনই দেশে গণতন্ত্র ধ্বংসের চেষ্টা হয়েছে, তখনই বিএনপি রাজপথে থেকে গণতন্ত্র রক্ষার লড়াই করেছে। বিএনপি অপরাধ ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল। অন্যায়কারী যেই হোক, তাকে আইনের আওতায় আনতেই হবে- এটাই বিএনপির স্পষ্ট অবস্থান। বিএনপি কখনো কোনো অপরাধীকে আশ্রয় বা প্রশ্রয় দেয়নি, ভবিষ্যতেও দেবে না।
রবিবার বিকেল ৫টায় দক্ষিণ সুরমার জালালপুর বাজারে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কাইয়ুম চৌধুরী বলেন, দেশনির্মাণে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ষড়যন্ত্র এখনো থেমে নেই। নতুন করে চক্রান্ত শুরু হয়েছে। অদৃশ্য শত্রুরা এখন ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এখনো শেষ হয়নি।
জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুল ইসলাম জয়দুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রায়হানুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, সহ-প্রচার সম্পাদক শাহীন আলম জয়, সহ-কৃষিবিষয়ক সম্পাদক শামসুর রহমান সুজা প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন