মোংলার অমলের অসহায় পরিবারের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের পক্ষ থেকে ওই পরিবারকে নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে। আর অমলের দুই ছেলের লেখাপড়া চালানোর খরচও চালাবে বিএনপি।
অমলের সহধর্মিণী তিলকি রায় ও এলাকাবাসী জানান, চরম অভাব-অনটনের মধ্যে ছিলেন অমল রায় (৫০)। কাজ-কর্ম না থাকায় অনেকটা খেয়ে না খেয়ে দিন কাটছিলো অমলের পরিবারের। অর্থের অভাবে দুই ছেলের লেখাপড়াও বন্ধের উপক্রম হয়ে পড়ে। বড় ছেলে সুরজিৎ রায়ের (২১) পড়াশুনা এইচএসসিতে এসে বন্ধ হয়ে গেছে। আর ৫ম শ্রেণিতে পড়ুয়া ছোট ছেলে সুজিত রায়ের (১১) পড়াশোনা বন্ধের উপক্রম হয়েছে। পরিবারের এতসব ঝামেলা সইতে না পেরে বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে আত্মহত্যা করেছেন অমল রায়। এমন অবস্থায় অমলের অসহায় পরিবারের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের পক্ষ থেকে শুক্রবার সকালে অমলের পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী।
এ সময় জুলফিকার আলী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অমল রায়ের পরিবারের দায়িত্ব নিয়েছেন। তার বড় ছেলেকে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়ার সুযোগ ও ছোট ছেলেকে স্কুলে পড়ার যাবতীয় খরচ জাতীয়তাবাদী দল বিএনপি বহন করবে।
জুলফিকার আলীর সাথে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, পৌর শ্রমিক দলের সভাপতি আলতাফ হোসেন, যুবদল নেতা মো. আলাউদ্দিন, পৌর বিএনপি সদস্য শফিকুল ইসলাম শান্ত, ওয়ার্ড বিএনপি নেতা মো. কাজী ফারুক, মো. আইয়ুব আলী ও মো. মিলন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন