আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে ৬ ছক্কার রেকর্ড এতদিন ছিল মাত্র পাঁচজনের। সেই তালিকায় এবার জায়গা করে নিলেন বুলগেরিয়ার উইকেটকিপার-ব্যাটসম্যান মানান বশির।
শনিবার (১৩ জুলাই) সোফিয়ায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে জিব্রাল্টারের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ইতিহাস গড়েন মানান। ম্যাচের ১৬তম ওভারে কবির মিরপুরীর করা ছয় বলেই ছয়টি ছক্কা হাঁকান তিনি।
এর আগে এক ওভারে ছয় ছক্কার কীর্তি গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস, ভারতের যুবরাজ সিং, ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড, যুক্তরাষ্ট্রের জাসকরন মালহোত্রা, নেপালের দীপেন্দ্র সিং ঐরী। এবার সেই এলিট ক্লাবে নাম লিখিয়েছেন মানান বশির।
ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় ন্যাশনাল স্পোর্টস একাডেমি মাঠে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৯৪ রান তোলে জিব্রাল্টার। জবাবে বুলগেরিয়া ১৫ ওভারে ২ উইকেটে তোলে ১৫৭ রান। এরপরেই মাঠ কাঁপানো সেই ওভার ১৬তম ওভারে কবির মিরপুরীর এক ওভারে ছয় ছক্কা হাঁকিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মানান বশির। মাত্র ১৬.৩ ওভারেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বুলগেরিয়া।
এটাই অবশ্য বশিরের প্রথম ছক্কা-বৃষ্টি নয়। পাকিস্তানি বংশোদ্ভূত এই ২৫ বছর বয়সী ব্যাটসম্যান এখন পর্যন্ত মাত্র ৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেললেও করেছেন ২৬২ রান, গড় ৪৩.৬৬, স্ট্রাইক রেট ২৬৭.৩৪! এর মধ্যে মারেছেন ৩১টি ছক্কা। ঘরোয়া ক্রিকেট মিলিয়ে তাঁর ক্যারিয়ারে ছক্কার সংখ্যা ১৭৫টি।
২০২৩ সালের মে মাসে জিব্রাল্টার বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক ঘটে।
বিডি প্রতিদিন/মুসা