বিচার বিভাগ সংস্কারে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ঘোষিত রোডম্যাপের নির্ধারিত লক্ষ্য অর্জনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন আন্তর্জাতিক সংস্থা কমনওয়েলথের মহাসচিব শার্লি বোজওয়ে।
গতকাল রবিবার দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে এক বৈঠকে তিনি এই আশ্বাস দেন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিচার বিভাগ সংস্কারে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেওয়া পদক্ষেপ এবং অর্জিত সাফল্যের জন্য প্রধান বিচারপতির দূরদর্শিতা ও নেতৃত্বের প্রশংসা করেন কমনওয়েলথ মহাসচিব।
তিনি বলেছেন, বিচার বিভাগের স্বচ্ছতা, দক্ষতা ও প্রাতিষ্ঠানিক স্বাধীনতা নিশ্চিত করতে প্রধান বিচারপতির নেওয়া উদ্যোগ অত্যন্ত অর্থবহ; একই সঙ্গে তা বাস্তবসম্মত।
উচ্চ আদালতে বিচারপতি নিয়োগে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের মধ্য দিয়ে নিয়োগপদ্ধতিতে ন্যায়পরায়ণতা, নিরপেক্ষতার নতুন মাত্রা যোগ হয়েছে বলে শার্লি বোজওয়ে মন্তব্য করেছেন বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এতে আরো বলা হয়, গত ১০ নভেম্বর উপদেষ্টা পরিষদে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন নিয়েও ইতিবাচক মন্তব্য করেছেন শার্লি বোজওয়ে। তিনি বলেছেন, সুপ্রিম কোর্ট সচিবালয় হলে বিচার বিভাগের কার্যকর পৃথক্করণ ত্বরান্বিত হবে এবং বিচার বিভাগ তার নিজস্ব কার্যক্রম আরো দক্ষতার সঙ্গে পরিচালনা করতে সক্ষম হবে।
এ সময় তিনি প্রধান বিচারপতি ঘোষিত রোডম্যাপের নির্ধারিত লক্ষ্য অর্জনে কমনওয়েলথ সচিবালয় থেকে সহযোগিতার আশ্বাস দেন।
বিডি প্রতিদিন/নাজিম