নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিনি এখনও ফ্যাসিস্ট বলেই মনে করেন। হোয়াইট হাউসে দুই দিন আগে হওয়া ইতিবাচক ও আশাব্যঞ্জক বৈঠকের পরও তার অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।
রবিবার এনবিসি নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে মামদানি বলেন, আমি আগেও যেটা বলেছি, আজও সেই কথাই বলছি। একই সঙ্গে তিনি জানান, মতাদর্শগত বিরোধের পরও খোলামেলাভাবে আলোচনা হয়েছে। ট্রাম্পের সঙ্গের বৈঠককে গঠনমূলক হিসেবেই দেখছেন তিনি।
বৈঠকের আগেই দুজনের মধ্যে তীব্র রাজনৈতিক বাকযুদ্ধ চলছিল। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে মামদানিকে আখ্যা দিয়েছিলেন ১০০ শতাংশ কমিউনিস্ট পাগল বলে। অন্যদিকে মামদানি অভিযোগ করেছিলেন, প্রেসিডেন্ট গণতন্ত্রকে আঘাত করছেন এবং এমনকি তাকে বহিষ্কারের ইঙ্গিতও দিয়েছেন। কিন্তু হোয়াইট হাউসের আলোচনায় দুজনেই আশাবাদী বার্তা দেন এবং নিউইয়র্কের ভবিষ্যৎ নিয়ে একসঙ্গে কাজ করার কথা বলেন।
বৈঠক চলাকালীন একজন সাংবাদিক মামদানিকে প্রশ্ন করেছিলেন, তিনি কি এখনও ট্রাম্পকে ফ্যাসিস্ট মনে করেন? প্রশ্ন শুনে ট্রাম্প নিজেই হস্তক্ষেপ করে বলেন, ঠিক আছে, আপনি (ফ্যাসিস্ট) বলুন। ব্যাখ্যা দেওয়ার চেয়ে এটা বলা সহজ। আমার আপত্তি নেই।
মামদানি জানান, বৈঠকে জীবনযাত্রার ব্যয়, আবাসন সংকট, শিশু পরিচর্যার খরচ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এসব বাস্তব সমস্যার নিয়েই মূলত আলোচনা হয়েছে।
সম্প্রতি ট্রাম্প হুমকি দিয়েছিলেন, মামদানি মেয়র হলে নিউইয়র্কের ফেডারেল সহায়তা বন্ধ করে দেওয়া হবে এবং ন্যাশনাল গার্ড পাঠানো হতে পারে। তবে বৈঠকের পর তিনি সুর নরম করেন এবং বলেন, আমরা দুজনেই এই শহরকে ভালোবাসি। তাকে সাহায্য করতে চাই যাতে নিউইয়র্ক আরও শক্তিশালী ও নিরাপদ হয়।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল