কুড়িগ্রাম জেলা শহরের পৌর এলাকার সুজামের মোড় রাস্তার পাশে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে সেনাবাহিনী কুড়িগ্রাম ইউনিট। শনিবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর অভিযান চালিয়ে এসব গাঁজা ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে ওই মাদক কারবারিরা। কুড়িগ্রাম সেনা ক্যাম্প সুত্রে জানা যায়, রংপুর এরিয়ার ৭২ পদাতিক ব্রিগেড এর ২২ বীর কর্তৃক সেনা অভিযানে ১ মণ গাঁজা ও একটি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করে সেনাবাহিনী।পরে ধাওয়া দিলে কৌশলে মাদক কারবারিরা সটকে পড়ে।
কুড়িগ্রাম সেনা ক্যাম্পের উপ-অধিনায়ক মেজর আহাদ মাদক ও মোটর সাইকেল আটকের বিষয়টি নিশ্চিত করেন। সেনাবাহিনীর মাদক বিরোধী অভিযান ও চাঁদাবাজ বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম