চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। গত শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ২৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া ৬৫ বছর বয়সী নুরুল আলম গত ১১ জুলাই হাসপাতালে ভর্তি হন এবং ১২ জুলাই রাতে তিনি মারা যান। এনিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩ জনের। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২৩ জনের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ১৫ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৮ জন রোগী। এ নিয়ে চলতি মাসে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৬৪ জন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এখন আক্রান্তের হার বেড়ে গেছে। সবাইকে এখন সতর্ক ও সচেতন থাকা জরুরি।
বিডি প্রতিদিন/এএ