পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকত রক্ষা বাঁধের সৌন্দর্য বর্ধনে কৃষ্ণচূড়া, সোনালু ও অর্জুনসহ ৬ হাজার গাছের চারা রোপণের কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (১৩ জুলাই) সকাল ১০টায় জিরো পয়েন্ট সংলগ্ন বাঁধে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের অর্থায়নে এবং কুয়াকাটা পৌরসভা, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের সহযোগিতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, ব্র্যাক প্রকল্প ব্যবস্থাপক মো. কামাল হোসেন, বন বিভাগের বিট কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, আগামী চার বছরের মধ্যে এই বেগিবাঁধ রঙিন ফুলে পরিপূর্ণ হয়ে একটি আকর্ষণীয় পর্যটন স্থানে পরিণত হবে। বিশেষ করে কৃষ্ণচূড়ার সৌন্দর্য কুয়াকাটার নতুন পরিচয় হিসেবে গড়ে উঠবে। এই গাছগুলো রক্ষার দায়িত্ব সকলের।
কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘আগামী কয়েক বছর পর কুয়াকাটার সৈকত রক্ষা বাঁধ লাল আর সোনালি রঙে ভরে উঠবে— সেই অপেক্ষায় রয়েছে কুয়াকাটাবাসী।’
বিডি প্রতিদিন/জামশেদ