ভারত বছরে যুক্তরাষ্ট্রে প্রায় ৮৭ বিলিয়ন ডলারের পণ্য রফতানি করে। যার দুই-তৃতীয়াংশ এখন শুল্কের আওতায় পড়বে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
রাশিয়া থেকে জ্বালানি তেল কেনায় শাস্তির অংশ হিসেবে ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পর্যবেক্ষক সংস্থা বিশ্ব বাণিজ্য গবেষণা সূচক (জিটিআরআই) জানিয়েছে, এই শুল্কের কারণে ভারতের টেক্সটাইল, রত্ন ও অলংকার, চামড়াজাত পণ্য, খাদ্য, চিংড়ি, কার্পেট, হস্তশিল্প, কৃষিপণ্য এবং মোটরগাড়ি খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।
সংস্থাটির প্রতিষ্ঠাতা অজয় শ্রীভাস্তাভা সতর্কতা দিয়ে বলেছেন, এ খাতগুলোর ৭০ শতাংশে ধস ঘটবে। সবমিলিয়ে যুক্তরাষ্ট্রে এ পণ্যগুলোর রফতানির পরিমাণ ৪৩ শতাংশ হ্রাস পেতে পারে।
এদিকে ভারতের কিছু পণ্য এখনও যুক্তরাষ্ট্রে শুল্ক ছাড়া প্রবেশ করতে পারবে, যা দেশটির মোট রপ্তানির ৩০ দশমিক ২ শতাংশ বা ২৭ দশমিক ৬ বিলিয়ন ডলার।
যারমধ্যে উল্লেখযোগ্য পণ্য হলো ওষুধ ও ওষুধের উপাদান। যুক্তরাষ্ট্র ভারতের যেসব পণ্যে শুল্ক ছাড় দিয়েছে তারমধ্যে ৫৬ শতাংশই ওষুধি পণ্য।
এছাড়া স্মার্টফোন, সুইচিং এবং রাউটিং গিয়ার, ইন্টিগ্রেটেড সার্কিট, আনমাউন্টেড চিপস, ডায়োডের জন্য ওয়েফার এবং সলিড-স্টেট স্টোরেজ ডিভাইস সহ বেশ কিছু ইলেকট্রনিক্স পণ্যে শুল্ক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের এই অতিরিক্ত শুল্কের কারণে ভারতে অনেক প্রতিষ্ঠান— বিশেষ করে টেক্সটাইল সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে। যেটির প্রভাবে কাজ হারাতে পারেন হাজার হাজার মানুষ। সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/একেএ