বরিশাল নগরী ব্যস্ততম পোর্ট রোডটি সংস্কারের দাবিতে বৃক্ষ রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা। এছাড়াও বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। রবিবার নগরীর পোর্ট রোডের ব্যবসায়ীরা এ কর্মসূচি পালন করেন।
ব্যবসায়ীরা জানান, নগরীর ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী রয়েছে। নগরীর মধ্যে সড়কটি হলেও জমি বিআইডব্লিউটিএর। তাই সড়কটির সংস্কার ও মেরামত তারা করে। চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় সড়কটি সংস্কারের দাবি জানানো হয়। কিন্তু বিআইডব্লিউটিএ বিষয়টি কর্ণপাত করছে না। বাধ্য হয়ে সবাই বিক্ষোভ মিছিল নিয়ে বিআইডব্লিউটিএর সামনে মানববন্ধন করা হয়েছে। পরে বিআইডব্লিউটিএর কর্মকর্তার কাছে যান তারা। কিন্তু তাদের যাওয়ার পূর্বে বিআইডব্লিটিএর কর্মকর্তারা দপ্তর থেকে চলে গেছেন। তাই ফিরে এসে সড়কে আনারশ ও কচু গাছ রোপন করে প্রতিবাদ জানিয়েছি। দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা।
বাংলাদেশ অ্যাগ্রিকালচার মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে ও বরিশাল পোর্টরোড ফল এবং আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান জাকিরের সভাপতিত্বে মানববন্ধনে বিভিন্ন ব্যবসায়ীসহ ওই এলাকার ভুক্তভোগী বাসিন্দারা বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এএ