কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ জুলাই) সকাল ১০টার সময় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলমের পরিচালনায় সভায় বক্তব্য দেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, কুষ্টিয়া সেনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রায়হান, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা এবং উপপরিচালক, স্থানীয় সরকার (অ: দা:) মো. মিজানুর রহমান, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশল মো. ইসমাত কামাল, কুষ্টিয়া ইসলামিক ফাউণ্ডেশনের উপ-পরিচালক মো. হেলাল উজজামান, কুষ্টিয়া গণঅধিকার কমিটির সাংগঠনিক সম্পাদক তৌকির আহম্মেদ, কুষ্টিয়া জেলা বাসদের সভাপতি শফিকুর রহমান, কুষ্টিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসিবুর রহমান, কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দার, বীরমুক্তিযোদ্ধা আহম্মদ আলী, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, কুষ্টিয়া জর্জ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম প্রমুখ।
সভায় সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকদ্রব্য এবং চোরাচালানের উপর গুরুত্বারোপ করা হয় এবং এসব নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশনা দেয়া হয়।
বিডি প্রতিদিন/নাজিম