ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় টাকা চুরির ঘটনা ঘটেছে। এজেন্ট ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, জানালার গ্রিল কেটে ভিতরে ঢুকে ব্যাংকের ভল্ট ভেঙে লক্ষাধিক টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় সিসি টিভির হার্ডডিস্কগুলোও নিয়ে যায় তারা। গতকাল সকালে চুরির বিষয়টি টের পায় কর্তৃপক্ষ। এর আগে বুধবার রাতে ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার মধ্যরাতে ভবনের পেছনে মই লাগিয়ে ব্যাংকের জানালার গ্রিল কেটে ভিতরে ঢুকে চোরচক্র। তারা ভল্ট ভেঙে নগদ ১ লাখ ২৫ হাজার ৭৫৯ টাকা চুরি করে। সঙ্গে সিসি ক্যামেরার ডিভাইসও নিয়ে যায়। সকালে ব্যাংক খুলে কর্মচারীরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, এ ঘটনায় জড়িতদের আটকের জন্য চেষ্টা চলছে।