কুমিল্লার বুড়িচং উপজেলার মীরপুর এলাকা থেকে ১২ ফুট লম্বা একটি অজগর বস্তাবন্দী করেছেন এক যুবক। বুধবার রাতে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী বাকশীমূল ইউনিয়নের মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন কালভার্টের নিচ থেকে অজগরটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কালভার্টের নিচে বিশাল আকৃতির অজগরটি দেখতে পেয়ে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে। পরে যুবক আলাউদ্দিন সাহসিকতার সঙ্গে সেটি ধরে ফেলে।
সাদেকুর রহমান নামে একজন বলেন, অজগরটি প্রায় ১২ ফুট লম্বা। সম্ভবত এক বছর আগে সীমান্ত এলাকায় বন বিভাগের কর্মকর্তারা যে অজগর অবমুক্ত করেছিলেন, সেটিই ভেসে এখানে এসেছে। এটি আবার বন-জঙ্গলে অবমুক্ত করা হোক।
বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে বন বিভাগের কর্মকর্তারা অজগরটি উদ্ধার করে বনে অবমুক্ত করে।
বিডিপ্রতিদিন/কবিরুল