চলতি বছরের প্রথম সাত মাসে তিন শতাধিক শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছে। এদের মধ্যে ৪৯ জন শিশুর বয়স ছয় বছরের কম এবং বাকিরা সাত থেকে ১৭ বছর বয়সি। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এতে আরও বলা হয়, এসব ঘটনার মধ্যে দেড় শ ঘটনার কোনো মামলা হয়নি। বেসরকারি সংস্থাগুলো আরও বলছে, শুধু এসব ঘটনাই নয়, বহু ধর্ষণের ঘটনা অপ্রকাশিতই রয়ে গেছে। গতকাল গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত কন্যাশিশু ধর্ষণের শিকার হয় ১৭৫ জন। অর্থাৎ ২০২৫ সালের প্রথম সাত মাসে শিশু ধর্ষণের ঘটনা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ধর্ষণ মামলাগুলোর মধ্যে ৬০ শতাংশ ভুক্তভোগী ১৮ বছরের কমবয়সি শিশু।
শুধু মেয়েশিশুই নয়, ছেলেশিশুরাও যৌন নির্যাতনের শিকার হচ্ছে। এ সময়ের মধ্যে ৩০ জন ছেলেশিশু ধর্ষণের শিকার হয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে, প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি, যা জনসম্মুখে কমই উঠে আসে।