শেরপুরের পাকুরিয়া ইউনিয়নের গণই মমিনাকান্দা এলাকায় ৬৫ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্তের নাম সৈয়দ আলী ওরফে চিকু মিয়া (৬৫)। গত মঙ্গলবার দুপুরের পরে প্রতিবেশী শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে চিকু মিয়া নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন।
বৃহস্পতিবার বিকালে শিশুটির বাবা থানায় অভিযোগ করেছেন। ভুক্তভোগী পরিবারটি অত্যন্ত গরিব ও অসহায় বলে প্রতিবেশীরা জানিয়েছে।
একাধিক সূত্র জানিয়েছে, অভিযুক্ত চিকু মিয়ার বিরুদ্ধে আগেও এমন অপরাধের একাধিক অভিযোগ আছে। গত ২১ ফেব্রুয়ারি একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। সে সময় হুমকি দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়া হয়। চিকু মিয়া গ্রামের দরিদ্র ও নিরীহ পরিবারগুলোকে টার্গেট করে এই ধরনের অপরাধ করেন। এসব পরিবার আর্থিক ও সামাজিকভাবে দুর্বল হওয়ায় আইনি ব্যবস্থা নিতে পারে না।
শেরপুর সদর থানার ওসি জুবায়েদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকালে অভিযোগ পেয়েছি। চিকু মিয়াকে ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল