চীনের গুইঝৌ প্রদেশে কার্স্ট পাহাড়ের বুকে দাঁড়িয়ে থাকা হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন সেতু সফলভাবে পার করেছে সর্বশেষ নিরাপত্তা পরীক্ষা। ৬২৫ মিটার উচ্চতার এই সেতু উদ্বোধনের পর বিশ্বের সর্বোচ্চ সেতুর খেতাব পেতে যাচ্ছে।
চীনা সংবাদমাধ্যম চায়না ডেইলি জানিয়েছে, গত ২১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত টানা পাঁচ দিন সেতুর চূড়ান্ত ভার বহন পরীক্ষা চালানো হয়। এ সময় ৩ হাজার ৩৬০ মেট্রিক টন ওজনের সমপরিমাণ ৯৬টি ভারী ট্রাক সেতুর ওপর একসঙ্গে রাখা হয়। সেতুর মূল স্প্যান, টাওয়ার, কেবল ও সাসপেন্ডারজুড়ে বসানো হয় ৪০০-রও বেশি সেন্সর, যাতে নড়াচড়ার ক্ষুদ্রতম ইঙ্গিতও ধরা পড়ে। এই পরীক্ষায় সেতুটি উতরে গেছে।
প্রকৌশলীরা জানিয়েছেন, কাঠামোগত দৃঢ়তা, শক্তি ও সামগ্রিক কর্মক্ষমতায় সেতুটি প্রত্যাশা অনুযায়ী উতরে গেছে।
মোট দৈর্ঘ্যে ২৯০০ মিটার ও মূল স্প্যানে ১৪২০ মিটার বিস্তৃত এই সেতুটি খাঁড়ির পৃষ্ঠ থেকে ৬২৫ মিটার উঁচুতে দাঁড়িয়ে আছে। নির্মাণকাজে প্রধান চ্যালেঞ্জ ছিল কংক্রিট ঢালার সময় তাপমাত্রা নিয়ন্ত্রণ, খাড়া পাহাড়ের ভূমি ঠিক রাখা এবং প্রবল বাতাসের প্রভাব সামলানো। প্রকল্প ব্যবস্থাপক উ ঝাওমিং জানিয়েছেন, নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করতে সক্ষম হয়েছে দল।
সেতুটি সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। উদ্বোধনের পর লিউঝি থেকে আনলং যাওয়ার দীর্ঘ পথচলা কমে আসবে মাত্র ২ মিনিটে। পাশাপাশি, এই সেতু স্থানীয় অর্থনীতি ও পর্যটন খাতকে নতুন গতি দেবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, বিশ্বের সর্বোচ্চ ১০টি সেতুর মধ্যে আটটিই চীনের গুইঝৌ প্রদেশে অবস্থিত।
বিডি প্রতিদিন/নাজমুল