যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় অন্তত ৪ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আরও ১৩ জন আহত হয়েছেন। শনিবার ভোরে এই দুর্ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে কারাগারে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
টাম্পা পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, এমন মারাত্মক দুর্ঘটনার পর ২২ বছর বয়সি সিলাস সাম্পসনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ চিফ লি বারকাউ জানান, শনিবার (৮ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১২টা ৩০ মিনিটে হানা এভিনিউ ও নেব্রাস্কা এভিনিউ এলাকায় দুটি গাড়ি রেসিং করতে দেখা যায়।পুলিশের একটি ইউনিট গাড়িটিকে ট্র্যাক করে। ঘটনাস্থলে তিনজন নিহত হয় এবং হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরও একজন।
এ ঘটনার পর টাম্পা মেয়র জেন কাস্টর সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ইয়বর সিটিতে যা ঘটেছে তা ভয়াবহ। পরিবারগুলো শোকগ্রস্ত। আমাদের শহর পুরোপুরি এই ক্ষতির অনুভূতি পাচ্ছে। আমাদের প্রধান লক্ষ্য হলো সমাজকে নিরাপদ রাখা। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় হত্যা ও গুরুতর শারীরিক আঘাতসহ পালানোর অভিযোগে মামলা ও তদন্ত হবে। সূত্র: সিএনএন, বিবিসি
বিডি প্রতিদিন/এএম