বরিশালের মুলাদীতে এক ভাইয়ের দুই চোঁখ তুলে নেয়ার মামলার আসামি ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মুলাদী থানা পুলিশ ওই ভাইকে গ্রেফতার করেছে।
গ্রেফতার ওই ভাই হলো- উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামের বাসিন্দা আর্শেদ বেপারীর ছেলে স্বপন বেপারী (৪০)।
পুলিশ জানিয়েছে, গত ২২ আগস্ট দিনগত রাতে ভাই সিরাজুল ইসলাম রিপন বেপারীর দুই চোঁখ তুলে নেয়া হয়। এ ঘটনায় রিপন বেপারীর স্ত্রী নুরজাহান বেগম বাদী হয়ে আপন ভাই স্বপন বেপারী, রোকন বেপারীসহ ৮ জনকে আসামী করে আদালতে মামলা করে। আদালতের নির্দেশে মুলাদী থানা বুধবার রাতে মামলা এজাহার হিসেবে রুজু করেন। সকালে উজিরপুর উপজেলার মশাং গ্রাম থেকে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করেছে।
মুলাদী থানার জিআরও খাদিজা বেগম বলেন, বৃহস্পতিবার বিকেলে স্বপন বেপারীকে বরিশালের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। বিচারক তাকে জেলে পাঠিয়েছেন।
বিডি প্রতিদিন/এএ