বাগেরহাটের ফকিরহাট থেকে ইব্রাহিম তালুকদার (২২) নামে এক মাদককারবারিকে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে হাইওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কাটাখালী মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইব্রাহিম তালুকদার বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের মিলন তালুকদারের ছেলে।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ এই তথ্য নিশ্চিত করে জানান, উপজেলার কাটাখালী মোড় এলাকায় মাদককারবারি ইব্রাহিম তালুকদার একটি ড্রাম নিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। তার গতিবিধি দেখে স্থানীয়দের সন্দেহ হলে কাটাখালী হাইওয়ে থানা পুলিশকে খবর দেয়।
হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ড্রাম খুলে ভেতরে এক কেজি করে ৮ প্যাকেট গাঁজা দেখতে পেয়ে তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে গ্রেফতার মাদককারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন ছিল বলে জানান হাইওয়ে পুলিশের ওসি।
বিডিপ্রতিদিন/কবিরুল