‘সন্ত্রাসী আরাকান আর্মিকে বাংলাদেশ ভূখণ্ডে কোনো তৎপরতা চালাতে দেওয়া হবে না। সীমান্তের কোনো এলাকা থেকে আরাকান আর্মির আমাদের লোকজন ধরে নিয়ে যাওয়ার সাহস নেই। সীমান্তে বিজিবি এবং কোস্টগার্ড সার্বক্ষণিক তৎপর রয়েছে।’ গতকাল সকালে ৩০ বিজিবি রামু সেক্টর সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় রামু সেক্টর কমান্ডার কর্নেল মো. মুহিউদ্দিন আহমদ এসব কথা বলেন।
তিনি বলেন, ‘কিছু ক্ষেত্রে আমাদের জেলেরা ভুলক্রমে নাফ নদের সীমা অতিক্রম করলে স্থানীয়রা ধরে নিয়ে যায়। এটা অপহরণ নয়। এখানে চিহ্নিত কোনো সীমা না থাকায় এগুলো দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা যেতে পারে। এ পর্যন্ত ৫১ জনকে নিয়ে গেছে। তাদের ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় তৎপরতা চালানো হচ্ছে এবং এটি অব্যাহত থাকবে। আমরা তাদের ওপর চাপ প্রয়োগ করছি, যেন আর কোনো জেলে অপহরণ না হয়।’ জেলেদের সতর্ক করে তিনি বলেন, তারা যেন নাফ নদের পানিসীমা অতিক্রম না করে।
সীমান্তের ওপারে ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের জন্য অপেক্ষা করছে-এমন সংবাদের বিষয়ে তিনি বলেন, ‘আমরা এসব শুনে থাকি, জোরালো কোনো তথ্য নেই।’