তাল গাছের নিচে আছে
কত তাল পড়া,
মায়ের হাতে খাব আজ
পাকা তালের বড়া।
যাওনা বাবা বাজার থেকে
নিয়ে আসো গুড়,
সন্ধ্যেবেলায় খাবো আমি
তালের বড়া ভরপুর।
বিষ্টি পড়ে টাপুর টুপুর
আঁধার হলে ধরা,
মজা করে খাবো আমি
মায়ের হাতের বড়া।
তাল গাছের নিচে আছে
কত তাল পড়া,
মায়ের হাতে খাব আজ
পাকা তালের বড়া।
যাওনা বাবা বাজার থেকে
নিয়ে আসো গুড়,
সন্ধ্যেবেলায় খাবো আমি
তালের বড়া ভরপুর।
বিষ্টি পড়ে টাপুর টুপুর
আঁধার হলে ধরা,
মজা করে খাবো আমি
মায়ের হাতের বড়া।