শেরপুর পৌরসভার প্রায় সব প্রধান সড়কের অবস্থা দুঃখজনক। ঢাকলহাটি, দিঘারপাড়, শেখহাটি, হাসপাতাল সড়ক, মাধবপুর সড়ক, দক্ষিণ নবী নগর, চকপাঠক, চাপাতলি, শিংপাড়া, কসবা—যেকোনো সড়কই চলাচলের অযোগ্য। সড়ক নির্মাণের নিম্নমান, অপরিকল্পিত নগরায়ন, ড্রেন সংকট ও অতিরিক্ত যানবাহন জনসাধারণকে মারাত্মক ভোগান্তিতে ফেলেছে।
পৌরসভার দাবী, ক্ষতিগ্রস্থ সড়কের পরিমাণ মাত্র ২৫% হলেও নাগরিকরা বলছেন, শহরের ৯০% সড়ক বেহাল। শেরপুর পৌরসভা, ১৮৬৯ সালে ব্রিটিশ সরকার প্রতিষ্ঠা করলেও জনসংখ্যা ও নগরায়ন বৃদ্ধির কারণে চলাচল জটিল হয়ে উঠেছে। ইউজিআইআইপি-৩ প্রকল্পের অধীনে সরকারি ও নিজস্ব তহবিলে প্রায় ৭৫ কোটি টাকা ব্যয় করা হলেও সড়ক দীর্ঘস্থায়ী হয়নি। সম্প্রতি বৃষ্টি ও অপ্রতুল রক্ষণাবেক্ষণ পরিস্থিতি আরও খারাপ করেছে।
পৌর প্রশাসক শাকিল আহাম্মেদ জানিয়েছেন, জনদূর্ভোগ কমাতে রোড ধরে সীমিত টেন্ডারিং প্রক্রিয়া শুরু হচ্ছে। আগামী তিন-চার দিনের মধ্যে একটি বড় টেন্ডারের লটারি অনুষ্ঠিত হবে। স্থানীয়রা গাবেক কাউন্সিলর ফারুক আহাম্মেদ, হাবিবুল্লাহ হাবিব, ব্যবসায়ী সায়েদুল হক, পিপি এড. আব্দুল মান্নান সহ নানা মহল দ্রুত সমাধান চেয়েছেন।
শেরপুর পৌরসভার মোট সড়কের পরিমাণ ২২৩.০৮ কিমি, যার মধ্যে ১২১ কিমি পাকা এবং বাকি কাঁচা। ড্রেন এবং সড়ক সমন্বয়হীনতার কারণে সামান্য বৃষ্টিতেও সড়ক পানিতে তলিয়ে যায়। এতে প্রতিদিন যানবাহন ও পথচারীরা মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছেন।
বিডি প্রতিদিন/আশিক