দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ দুই ম্যাচের জন বড় স্কোয়াড ঘোষণা করলো আর্জেন্টিনা। দলে আছে বেশ কিছু চমক। ভেনেজুয়েলা ও ইকুয়েডর ম্যাচকে সামনে রেখে বৃহস্পতিবার রাতে ২৯ সদস্যের বড় স্কোয়াড ঘোষণা করলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি।
বিশ্ব চ্যাম্পিয়ন দলের অধিনায়ক হিসেবে রাখা হয়েছে মেসিকে। তবে এনজো ফের্নান্দেজ লাল কার্ডের নিষেধাজ্ঞায় ডাক পাননি। বাদ পড়েছেন প্রাথমিক দলে থাকা ফাকুন্দো মেদিনা ও আনহেল কোরেয়া।
মেসির ক্যারিয়ারের এটাই শেষ বিশ্বকাপ বাছাই ম্যাচ হতে যাচ্ছে। ৪ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে ঘরের মাঠে খেলবে আলবিসেলেস্তেরা। সম্ভবত নিজ মাঠে এটাই মেসির শেষ ম্যাচ। বিশ্ব চ্যাম্পিয়নরা ৯ সেপ্টেম্বর বাছাইয়ের শেষ ম্যাচ খেলবে ইকুয়েডরের বিপক্ষে।
আর্জেন্টিনার স্কোয়াড: এমিলিয়ানো মার্তিনেজ, ওয়াল্টার বেনিতেজ, জেরোনিমো রুল্লি, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা, গঞ্জালে মন্টিয়েল, লিওনার্দো বালের্দি, হুয়ান ফয়থ, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস অ্যাকুনা, হুলিও সোলার, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, এক্সেকুয়েল প্যালাসিওস, অ্যালান ভারেলা, লিয়ান্দ্রোপারেদেস, থিয়াগো আলমাদা, নিকোলাস পাজ, রদ্রিগো ডি পল, জিওভানি লো সেলসো, ক্লওদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তাতুওনো, ভ্যালেন্তিন কারবোনি, জিউলিয়ানো সিমেওনে, হুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ ও হোসেন ম্যানুয়েল লোপেজ।
বিডি-প্রতিদিন/শআ