তিন দফা দাবি আদায়ের আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে গতকাল দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন পালন করেছেন শিক্ষার্থীরা। বুধবার রাতে ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’ প্ল্যাটফর্ম থেকে এই কর্মসূচির ঘোষণা দিয়ে বুয়েট, চুয়েটসহ সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে এ শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। এদিকে বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিগুলো নিয়ে কাজ করতে গৃহায়ন ও গণপূর্ত সচিবের নেতৃত্বে ১৪ সদস্যের একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করে দিয়েছে এ সংক্রান্ত গঠিত কমিটি। প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিগুলোর যৌক্তিকতা পরীক্ষানিরীক্ষা করে সুপারিশ দিতে গঠিত কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কমিটির সদস্য ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গতকাল বিকালে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাদের দাবির যৌক্তিকতা যাচাই করে সুপারিশ দিতে গত বুধবার এ কমিটি গঠন করে সরকার। তিন দফা দাবিতে প্রকৌশল শিক্ষার্থীদের পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি দমাতে বুধবার পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে অন্তত ১৫ শিক্ষার্থী আহত হন। ৮ পুলিশ সদস্যও আহত হন। প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা ও দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া। বুধবার শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে গতকাল বিকালে পুলিশ সদর দপ্তরের উদ্দেশে যাত্রা করেন বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। তারা রাজধানীর মৎস্য ভবন মোড়ে পৌঁছালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের আটকে দেন। পরে তারা সেখানে অবস্থান নিয়ে স্লোগান দেন ও সড়ক অবরোধ করেন। এ সময় তারা ঢাকা মহানগর পুলিশের ডিসি মাসুদ আলমের কুশপুত্তলিকা পোড়ান। পুলিশের বাধা প্রসঙ্গে শিক্ষার্থী রিফাত হোসেন বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে পুলিশ সদর দপ্তরের দিকে যাচ্ছিলাম। কিন্তু আমাদের পথরোধ করা হলো। আমাদের সহপাঠীদের ওপর যে হামলা হয়েছে, তার ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’ জানা গেছে, বুয়েট গতকাল সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকলেও প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা শাটডাউন কর্মসূচির সমর্থনে নির্ধারিত পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। এর মধ্যে বুয়েট কর্তৃপক্ষ জরুরি এক নোটিসে স্নাতক পর্যায়ের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেন। নোটিসে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ৩০ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সব স্নাতক পরীক্ষা স্থগিত করা হলো। সূত্র জানায়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের শিক্ষার্থীরাও গতকাল সব ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন। ঘোষিত কর্মসূচিতে ক্যাম্পাস ছিল শিক্ষার্থী শূন্য। অন্য বিশ্ববিদ্যালয়গুলোতেও একাডেমিক কার্যক্রম না হওয়ার খবর পাওয়া গেছে। সূত্র জানায়, গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বৈঠক শেষে ফাওজুল কবির খান বলেন, ‘আমরা তিনটি গ্রুপের সঙ্গে আলোচনা করব- একটি হচ্ছে যারা আন্দোলন করছেন, তাদের অভিভাবক বা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাদের সঙ্গে আমরা বৈঠক করব।’ আর উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘কমিটি কেমন করে কাজ করবে আমরা সেটা ঠিক করেছি। যে সমস্যাগুলো এসেছে সেগুলো আসলে আজকের সমস্যা নয়, এগুলো বহুদিন আগের সমস্যা। তাই এগুলো সমাধান করতে হলে সবার সঙ্গে আমাদের পরামর্শ করতে হবে। সেজন্য আমরা একটি ওয়ার্কিং গ্রুপ করেছি।’ এক মাসের মধ্যে সরকারকে সুপারিশ দেওয়া হবে বলেও জানান পরিবেশ উপদেষ্টা।
শিরোনাম
- সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত
- বগুড়ায় ‘বিষাক্ত মদপানে’ একে একে পাঁচজনের মৃত্যু
- বগুড়ায় পিতার লাশ আটকে রেখে সম্পত্তি আদায়
- বিনিয়োগের পরিবেশ প্রয়োজন
- স্বনামধন্য ব্যবসায়ীদের কপালেও ঋণখেলাপির তিলক
- কোরআন ও সুন্নাহ প্রতিষ্ঠায় যুবকদের এগিয়ে আসতে হবে
- ‘আমরা কারাগারে নয়, কসাইখানায় ছিলাম’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৪ অক্টোবর)
- পালিয়েছেন প্রেসিডেন্ট, মাদাগাস্কারে মানুষের উল্লাস
- ‘কিছু দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল’
- অসামাজিক কাজে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
- এবার ভরিতে ৪৬১৮ টাকা বেড়েছে স্বর্ণের দাম
- ট্রাম্পের গাজা পরিকল্পনা অস্পষ্ট: রাশিয়া
- বিদ্যালয়ের কক্ষে প্রধান শিক্ষকের সংসার, মাঠ যেন গো-চারণভূমি
- পেকুয়ায় নৌবাহিনীর তিন দিনব্যাপী বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন শুরু
- পঞ্চগড়ে ‘ঘরে ঘরে জনে জনে’ কর্মসূচি নিয়ে নওশাদ জমির
- ন্যায্য পানি বণ্টন ও আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদারে বাংলাদেশের আহ্বান
- ২০২৫ সালে দেশ ছেড়ে পালিয়েছে প্রায় তিন লাখ দক্ষিণ সুদানী: জাতিসংঘ
- ‘জামায়াত মায়া কান্না করে নির্বাচনী বৈতরনী পার হতে চায়’
- বাঞ্ছারামপুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার
প্রকাশ:
০০:০০, শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
আপডেট:
০২:২০, শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
কমপ্লিট শাটডাউন
চলবে সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে, সমস্যা চিহ্নিত করতে ১৪ জনের ওয়ার্কিং গ্রুপ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান, ট্রাম্পের ভাষণ চলাকালে ইসরায়েলের পার্লামেন্টে হট্টগোল
১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হামাসের ‘নতুন করে অস্ত্রসজ্জিত’ হওয়ার বিষয়ে মার্কিন অনুমোদন রয়েছে: ট্রাম্প
১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম