যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর পরিচালক সুজান মোনারেজকে দায়িত্ব দেওয়ার পর এক মাস পার হওয়ার আগেই বরখাস্ত করা হয়েছে। বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দপ্তর হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে।
এর পাশাপাশি টিকানীতি ও জনস্বাস্থ্য বিষয়ক নির্দেশনাবলি নিয়ে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে সিডিসির চারজন ঊর্ধ্বতন কর্মকর্তা পদত্যাগ করেছেন। রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রী রবার্ট এফ. কেনেডি জুনিয়র মার্কিন টিকানীতিতে ব্যাপক পরিবর্তন এনেছেন। তিনি মে মাসে গর্ভবতী নারী ও স্বাস্থ্যবান শিশুদের জন্য কভিড টিকার ফেডারেল সুপারিশ প্রত্যাহার করেন, জুনে সিডিসির বিশেষজ্ঞ টিকা উপদেষ্টা প্যানেলের সব সদস্যকে বরখাস্ত করে তাদের স্থলে নিজের বাছাই করা উপদেষ্টাদের নিয়োগ দেন, যাদের মধ্যে তার সহযোগী টিকাবিরোধী আন্দোলন কর্মীও আছেন। -রয়টার্স
পদত্যাগকারী ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে একজন বলেছেন, সিডিসির টিকাদানের সুপারিশ তরুণ আমেরিকানদের ও গর্ভবতী নারীদের ঝুঁকিতে ফেলছে। হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই বুধবার রাতে বলেন, ‘মোনারেজ প্রেসিডেন্টের আমেরিকাকে আবার স্বাস্থ্যবান করে তোলার এজেন্ডার সঙ্গে একমত ছিলেন না। তিনি এইচএইচএস নেতৃবৃন্দকে পদত্যাগ করার ইচ্ছার কথা জানানো সত্ত্বেও তা করতে অস্বীকার করেছিলেন। হোয়াইট হাউস মোনারেজকে তার সিডিসির পদ থেকে অপসারণ করেছে।’ মোনারেজের আইনজীবী মার্ক এস. জাইদ এবং অ্যাবি ডেভিড লোয়েল তিনি (মোনারেজ) পদত্যাগ করেননি আর তাকে বরখাস্তও করা হয়নি বলে দাবি করেছেন। এক বিবৃতিতে তারা বলেছেন, ‘একজন সৎ ও বিজ্ঞানের প্রতি নিবেদিত ব্যক্তি হিসেবে তিনি পদত্যাগ করবেন না।’ মোনারেজের আইনজীবীরা কেনেডির বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, ‘অবৈজ্ঞানিক নির্দেশাবলিতে সমর্থন না দেওয়ায় ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের বরখাস্ত করতে না চাওয়ায় কেনেডি মোনারেজকে লক্ষ্যস্থলে পরিণত করেছেন।’ প্রধান মেডিকেল কর্মকর্তা ডেব্রা হাউরি ও ন্যাশনাল সেন্টার ফর ইমইউনাইজেশন অ্যান্ড রেসপিরটেরি ডিজিজের পরিচালক দিমিত্রি দাসকালাকিস পদত্যাগ করেছেন বলে রয়টার্সকে জানিয়েছেন হাউরি।