আর্জেন্টিনার মধ্যবর্তী নির্বাচনে বড় জয় পেয়েছে প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের দল ‘লা লিবার্তা আভাঞ্জা (এলএলএ)’। এক প্রতিক্রিয়ায় এ জয়কে দেশের জন্য ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।
স্থানীয় সময় রবিবার প্রায় ৪১ শতাংশ ভোট পেয়ে এলএলএ সিনেটের ২৪টি আসনের মধ্যে ১৩টি এবং নিম্নকক্ষের ১২৭টি আসনের মধ্যে ৬৪টি দখল করেছে। এএফপির প্রতিবেদন অনুযায়ী, জয়ের পর এক প্রতিক্রিয়ায় হাভিয়ের মিলেই বলেছেন, তিনি সংস্কারের পক্ষে অটল থাকবেন এবং এই পার্লামেন্ট হবে আর্জেন্টিনার ইতিহাসের সবচেয়ে সংস্কারমুখী।
দুই বছর আগে (২০২৩) আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন মিলেই। মধ্যবর্তী নির্বাচনে এলএলএ-এর জয়ের পর তাঁকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, খ্যাপাটে আচরণ, সমালোচকদের আক্রমণ ও বেশভূষার কারণে অনেকের কাছে হাভিয়ের মিলেই ‘মিনি ট্রাম্প’ হিসেবে পরিচিত। তিনি নিজেও ট্রাম্পকে অনুসরণ করেন।
সম্প্রতি হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকও করেন মিলেই। তাঁর সরকারকে ওয়াশিংটন ৪০ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজের প্রতিশ্রুতি দিয়েছে। তখন আর্জেন্টাইনদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়ে ট্রাম্প বলেছিলেন, যদি মধ্যবর্তী নির্বাচনে মিলেই পরাজিত হন, তাহলে তিনিও আর উদারতা দেখাবেন না।