যুক্তরাজ্যের লেবার পার্টির দুই সংসদ সদস্য জিভুন সান্দের ও লুইস জোন্স সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। প্রায় আড়াই বছর আগে কাউন্সিলর পদে নির্বাচনী প্রচারণার সময় তাদের প্রথম পরিচয় হয়, যা পরে পরিণয়ে গড়ায়।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের আগস্টে জিভুন সান্দেরকে বিয়ে করেছেন লুইস জোন্স। ফেসবুকে দেওয়া এক পোস্টে জোন্স জানান, আগস্ট মাসে আমি আমার অসাধারণ সঙ্গী জিভুন সান্দেরকে বিয়ে করেছি। আমাদের একটি সুন্দর বিয়ে হয়েছে, যেখানে আমাদের দুটি ভিন্ন সংস্কৃতির ঐতিহ্যকে একত্রিত করা হয়েছিল। এটি আমাদের নতুন জীবনের শুরুকে আরও বিশেষ করে তুলেছে।
লুইস জোন্স আরও জানান, তিনি তার পদবি পরিবর্তন করে ‘সান্দের-জোন্স’ রাখছেন। শিগগিরই তার সামাজিক যোগাযোগমাধ্যমের নামেও এই পরিবর্তন আসবে। তবে পার্লামেন্টের অফিসিয়াল ইমেইল ঠিকানা এখনই পরিবর্তন হচ্ছে না।
এই দুই ব্রিটিশ এমপির বিবাহ উপলক্ষে এক সপ্তাহব্যাপী চলেছে নানা অনুষ্ঠান, যাতে দুটি সংস্কৃতির ঐতিহ্যকে সম্মান জানানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
২০২৩ সালের জানুয়ারিতে প্রথমবার একে অপরের সঙ্গে দেখা হয় জিভুন ও জোন্সের। তখন লুইস জোন্স লফবরোতে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন এবং জিভুন সান্দেরও একই প্রচারণায় যুক্ত ছিলেন। ওই সময় থেকেই ঘনিষ্ঠতা বাড়তে থাকে দুজনের।
২০২৪ সালের সাধারণ নির্বাচনে জিভুন সান্দের লফবরো থেকে এবং লুইস জোন্স উত্তর-পূর্ব ডার্বিশায়ার থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন।
গত বছর বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জিভুন সান্দের বলেন, যত তাকে চিনেছি, ততই তার প্রতি ভালোবাসা বেড়েছে। তিনি আরও বলেন, রাজনীতির চ্যালেঞ্জিং পরিবেশ সম্পর্কে দুজনের বোঝাপড়াই তাদের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি।
তবে জিভুন ও জোন্স একমাত্র দম্পতি নন, যারা সংসদে একসঙ্গে দায়িত্ব পালন করছেন। এর আগেও লেবার পার্টির ইভেট কুপার ও এড বলস এবং কনজারভেটিভ দলের ব্যারনেস ভার্জিনিয়া বটমলি ও স্যার পিটার বটমলির মতো সংসদ সদস্য দম্পতির নজির রয়েছে।
বিডি-প্রতিদিন/শআ