ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত গোপন অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার (১৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে উপজেলার জীবনতলা বাজারসংলগ্ন এলাকার জনৈক হাফিজ উদ্দিনের বাড়িতে এই অভিযান পরিচালিত হয়।
সেনা ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের ভালুকা উপজেলায় অবস্থানরত বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ দল এবং ভালুকা থানা পুলিশের সদস্যরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযানে বাড়ির পাশের ঝোপঝাড় তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি ৯ মি.মি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
তবে অভিযান চলাকালীন কাউকে আটক করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অস্ত্রগুলো কোনো সন্ত্রাসী বা চোরাকারবারি গোপনে ওই এলাকায় লুকিয়ে রেখেছিল। উদ্ধার করা অস্ত্র ও গুলিগুলো ভালুকা থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সেনাবাহিনীর ভালুকা ক্যাম্প কমান্ডার জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে দেশজুড়ে সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন অঞ্চলে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে। তিনি আরও বলেন, “অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সেনাবাহিনী সবসময় সজাগ ও প্রস্তুত।”
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সাধারণ জনগণকে সতর্ক থাকার এবং কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ চোখে পড়লে নিকটস্থ সেনা ক্যাম্প অথবা স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীকে তা অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল