যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস পরিচালক (মার্কেটিং) সেলিম উল্যা সেলিম বলেছেন, অত্যাধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি, উন্নত কাঁচামাল, দক্ষ জনবল দিয়ে উদ্ভাবনী ও উৎকর্ষ সাধনের ফলে দেশের নাম্বার ওয়ান কোয়ালিটি রেফ্রিজারেটর ব্র্যান্ড যমুনা। যমুনা ইলেকট্রনিক্সের মূল বিষয় হচ্ছে সাশ্রয়ী মূল্যের সেরা পণ্য ক্রেতার কাছে পৌঁছানো। আমাদের তিন শর বেশি কালার ডিজাইনের ফ্রিজ রয়েছে। তিনি বলেন, সারা বছর দেশে যে পরিমাণ ফ্রিজ বিক্রি হয় তার একটা বড় অংশ দুই ঈদে বিক্রি হয়। ক্রেতাদের ক্রয়ক্ষমতা বিবেচনায় যমুনা রেফ্রিজারেটর বিভিন্ন ডিজাইন, সাইজ, ধারণক্ষমতা ও দামে পাওয়া যাচ্ছে। দেশের আবহাওয়া উপযোগী পণ্য হওয়ার কারণে যমুনা রেফ্রিজারেটর আজ কোটি মানুষের আস্থায় পরিণত হয়েছে।
সেলিম উল্যা সেলিম বলেন, গ্রাহকের ক্রয়ক্ষমতা বিবেচনা করে পণ্য তৈরি করে থাকি। বাংলাদেশে যে গ্লাসডোর ফ্রিজগুলো দেখা যায় এর প্রথম উদ্যোক্তা যমুনা ইলেকট্রনিক্স। সম্প্রতি নতুন ডিজাইনের বেশ কিছু গ্লাসডোর রেফ্রিজারেটর এনেছি। আমাদের অত্যাধুনিক প্রযুক্তির ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজির স্মার্ট ডাবল ডোর, টি-ডোর, ক্রস ডোর রেফ্রিজারেটর বাজারে ব্যাপক সাড়া ফেলেছে। আমাদের সাশ্রয়ী মূল্য, দীর্ঘস্থায়ী, বিদুৎসাশ্রয়ী, আকর্ষণীয় ডিজাইন, উন্নত কম্প্রেসার, ওয়ারেন্টি, বিক্রয়োত্তর সেবা এবং অত্যাধুনিক প্রযুক্তির পণ্য সরবরাহ করছি। তিনি বলেন, আমাদের রেফ্রিজারেটরগুলোর বিক্রয়োত্তর অভিযোগ প্রায় নেই বললেই চলে (০.০১%)। প্রতি পাঁচ বছরে কম্প্রেসার পরিবর্তনের হার প্রায় ১%-এর নিচে যা বাজারে প্রচলিত রেফ্রিজারেটর থেকে অনেক কম। বাংলাদেশের একমাত্র রেফ্রিজারেটর ব্র্যান্ড যমুনা, যার উৎপাদনত্রুটি ১%-এর নিচে।
বাংলাদেশে একমাত্র যমুনা রেফ্রিজারেটরই তার উৎপাদন প্রক্রিয়ার কোথাও সিলিকন জেল ব্যবহার করে না। আমাদের ফ্রিজগুলোয় R600a গ্যাস ব্যবহৃত হয়, যা পরিবেশবান্ধব ও মানবদেহের ক্ষতি করে না। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে খাবারের মান ঠিক থাকে, সঙ্গে বিদ্যুৎ খরচ ৭০% কম হয়। ৮৫ এমএম ফোমিং ডেনসিটি, ফাইভ ওয়েজ ইভাপোরেটিভ কুলিং সিস্টেম এবং সর্বশেষ প্রযুক্তিগত সব ইনোভেশন রয়েছে যমুনা রেফ্রিজারেটরে। তাই তো বিদ্যুৎ বিভ্রাটের এ সময়ে দীর্ঘক্ষণ পর্যন্ত খাবার থাকছে সতেজ ও ফ্রেশ। তিনি বলেন, ঈদে যমুনা ইলেকট্রনিক্স নিয়ে এসেছে ডাবল খুশি অফার। এ ঈদে আমাদের যমুনা প্লাজা, ডিলার শপ কিংবা অনলাইনে যমুনা রেফ্রিজারেটর বা অন্যান্য হোম অ্যাপ্লায়েন্স কিনে রেজিস্ট্রেশন করলে জিতে নিতে পারেন মোটরসাইকেল, ফ্রিজ, এসি, স্মার্ট টিভি, মাইক্রোওয়েভ ওভেনসহ অসংখ্য হোম অ্যাপ্লায়েন্স। এ ছাড়া সর্বোচ্চ ৩০% নগদ ডিসকাউন্ট তো থাকছেই।