জুলাই শহীদ দিবস উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখার আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ জুলাই) রংপুর রেলস্টেশন সংলগ্ন বাবুপাড়ায় আয়োজিত এই মানবিক কার্যক্রমে অংশ নেয় অর্ধশতাধিক শিশু ও শুভসংঘের সদস্যরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পুলক আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিকারবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা সংগঠন ‘স্বপ্নসিঁড়ি’র সাধারণ সম্পাদক সুজন মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন শুভসংঘের সহ-সভাপতি মো. আবুল খায়ের জায়ীদ, সাধারণ সম্পাদক সানজানা ইবনাত, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম শাহরিয়ার, প্রচার সম্পাদক মাসফিকুল হাসানসহ অন্যান্য সদস্যরা।
প্রচার সম্পাদক মাসফিকুল হাসান বলেন, “শিশুদের মুখে হাসি আর হাতে খাবার দেখে মনে হলো, আমাদের ছোট্ট এই প্রচেষ্টাই বড় ভালোবাসা ছড়িয়ে দিতে পারে। এমন মানবিক আয়োজন যেন নিয়মিত হয়, এই কামনা করি।”
‘স্বপ্নসিঁড়ি’র সাধারণ সম্পাদক সুজন মিয়া বলেন, “এই আয়োজন শুধু খাবার বিতরণ নয়, এটি একটি মানবিক বন্ধনের বহিঃপ্রকাশ। শিশুদের মুখে হাসিই এই কর্মসূচির সবচেয়ে বড় অর্জন। বসুন্ধরা শুভসংঘকে আন্তরিক ধন্যবাদ জানাই।”
অনুষ্ঠানে অংশ নেওয়া শিশুরাও তাদের অনুভূতির কথা জানায়।
নয় বছর বয়সী রাসেল বলে, “খাবার খুব মজা ছিল। পেট ভরে খাইছি, ভালো লাগছে। ভাইয়া-আপুরা অনেক ভালো।”
দশ বছরের সুমি খাতুন বলে, “অনেক ভালো খাবার। আজকে ভাইয়ারা খাওয়ালো, খুব ভালো লেগেছে।”
বসুন্ধরা শুভসংঘ বেরোবি শাখার সদস্যরা জানান, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধ থেকেই এ আয়োজন করা হয়েছে। জুলাই শহীদদের স্মরণে এমন আয়োজন ক্যাম্পাসে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করেন তারা।
বিডি প্রতিদিন/আশিক