পুরান ঢাকার গেন্ডারিয়ার লোহারপুল হতে পোস্তগোলা পর্যন্ত বিধ্বস্ত রাস্তা সংস্কারের দাবিতে মানবন্ধন করেছে এলাকাবাসী। সেইসঙ্গে ফ্যাসিস্ট সরকারের সময় ভূমি মন্ত্রণালয় কর্তৃক সূত্রাপুর মৌজায় দীর্ঘ ১৪ বছর যাবৎ খাসমহলের নামে জারি অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।
আজ রবিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত গেন্ডারিয়ার লোহারপুল (জহির রায়হান নাট্য মঞ্চ) হতে পোস্তগোলা পর্যন্ত সড়কে শান্তিপূর্ণ মানববন্ধন করেন তারা।
পুরনো ঢাকা নাগরিক কমিটির উদ্যোগে এই মানববন্ধনে স্কুলের শিক্ষার্থীসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা দক্ষিণ সিটি করর্পোরেশনের অবহেলার কারণে গেন্ডারিয়ার লোহারপুল হতে পোস্তগোলা পর্যন্ত বিধ্বস্ত রাস্তা সংস্কার হয়নি। দ্রুত এই রাস্তা সংস্কার করতে হবে।
মানববন্ধনে ‘দীর্ঘ ১৪ বছর যাবৎ ভূমি মন্ত্রণালয় কর্তৃক পুরান ঢাকার সূত্রাপুর মৌজার খাজনা নেওয়া বন্ধ কেন? জবাব চাই’, ব্যানার দেখা যায়।
বিডি প্রতিদিন/জুনাইদ