দিনাজপুরের প্রত্যন্ত অঞ্চলেও কৃষকের জমিতে থোকায় থোকায় ঝুলছে বিদেশি ফল রামবুটান। ভালো ফলন হওয়ায় এবং বাজারে আশানুরূপ দাম থাকায় অনেকেই এ ফল চাষে আগ্রহী হয়ে উঠেছেন। সফল রামবুটানচাষিদের একজন নবাবগঞ্জ উপজেলার কপালদাড়া গ্রামের আবদুর রহমান। তাঁর বাগানে প্রতিদিনই সুস্বাদু ফলটি দেখতে আসছে মানুষ। কেউ কেউ নিচ্ছে চাষের পরামর্শও। রামবুটান দেখতে অনেকটা লিচুর মতো। তবে এর ত্বক লোমশ এবং আকারে কিছুটা বড় হয়ে থাকে। এর আকার মাঝারি এবং রং লাল। ফলটি চীন, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় সবচেয়ে বেশি উৎপন্ন হয়। দিনাজপুর অঞ্চলের মাটিতে এ ফলের ফলন ভালো হওয়ায় বাণিজ্যিকভাবেও চাষের সম্ভাবনা দেখা দিয়েছে।
আবদুর রহমান বলেন, ‘প্রবাসে থাকার সময় রামবুটান ফলের সঙ্গে পরিচিত হই। দেশে বীজ নিয়ে এসে চারা তৈরি করতে ব্যর্থ হই। পরে ফরিদপুর থেকে চারা এনে জমিতে ১০টি চারা রোপণ করি। এ মৌসুমে ৩টি গাছে ব্যাপক ফলন হয়েছে। প্রতিটি গাছে প্রায় ৬০ থেকে ৭০ কেজি ফলন হয়েছে। সম্পূর্ণ পাকার আগেই বাগানেই হাজার টাকা কেজিতে বিক্রি হচ্ছে। জৈবসার আর অল্প সেচ দিয়ে রামবুটানের চাষ করা যায়।’ নবাবগঞ্জ উপজেলা কৃষি অফিসার তাপস কুমার রায় বলেন, পুষ্টিগুণসম্পন্ন এই ফলটি উপজেলায় নতুন। চাষি আবদুর রহমান এ ফল চাষে সফল হয়েছেন। তাঁর মতো অনেকেই এ ফল চাষে আগ্রহী হয়েছেন। কৃষি বিভাগ থেকে চাষিদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে।