বিজেপি সরকারের আদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের মতে, ইসলাম আসার পর থেকেই ভারতীয় সমাজের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে এবং ভবিষ্যতেও থাকবে।
বৃহস্পতিবার নয়াদিল্লিতে সংস্থার শতবর্ষ উদ্যাপন উপলক্ষে এক অনুষ্ঠানে ভাষণ দেন মোহন ভাগবত। তিনি বলেন, ‘যারা মনে করে ইসলাম থাকবে না, তারা হিন্দু দর্শন দ্বারা পরিচালিত নয়। হিন্দু দর্শন এমনটা ভাবে না। উভয় পক্ষে বিশ্বাস থাকলেই সংঘাতের অবসান সম্ভব।’
আরএসএস প্রধান আরও বলেন, পারস্পরিক আস্থা ও ঐক্যের মাধ্যমে একটি সম্মিলিত সমাজ গড়ে তুলতে হবে। অনুপ্রবেশের বিষয়ে তিনি বলেন, ‘অনুপ্রবেশ বন্ধ করতে হবে। সরকার এ নিয়ে কাজ করছে।’ তবে ভারতের নাগরিক মুসলিমদের কর্মসংস্থান নিশ্চিত করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি। ভাগবতের বক্তব্য—‘আমাদের দেশে বসবাসকারী মুসলিমরাও আমাদের নাগরিক। তাই চাকরির সুযোগ সৃষ্টি হলে অগ্রাধিকার পাবে দেশের নাগরিকরা, বাইরের কেউ নয়।’
ধর্মীয় উৎসব ও সংবেদনশীলতা প্রসঙ্গে আরএসএস প্রধান বলেন, ‘উপবাসের সময় মানুষ নিরামিষ থাকতে পছন্দ করে। এ সময়ে এমন কিছু না দেখানোই ভালো, যা অনুভূতিতে আঘাত করতে পারে। দুই-তিন দিনের জন্য এমন সংযম দেখালে কোনো আইন প্রয়োজন হবে না।’
সবশেষে জনসংখ্যা নিয়ন্ত্রণ বিষয়ে তিনি বলেন, ‘জনসংখ্যাকে একটি নিয়ন্ত্রিত ও যথেষ্ট স্তরে রাখতে হবে। প্রতিটি ভারতীয় পরিবারের সর্বোচ্চ তিনটি সন্তান থাকা উচিত।’ তাঁর এ মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
সূত্র: জি নিউজ
বিডি প্রতিদিন/আশিক