গাইবান্ধার গোবিন্দগঞ্জে বালু উত্তোলনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গণমাধ্যমকর্মী খাইরুল বাশারসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামে এ সংঘর্ষ ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি আবু সুফিয়ান সুজা এবং ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব নাজিম উদ্দিন আলমের মধ্যে নদী থেকে বালু উত্তোলন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার জুমার নামাজের পর এ বিরোধকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি হয়, একপর্যায়ে দু’পক্ষের সমর্থকরা ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয় ক্লিনিক ও সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় সাংবাদিক খাইরুল বাশার সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে ইট-পাটকেলের আঘাতে আহত হন।
এ বিষয়ে আবু সুফিয়ান সুজা ও নাজিম উদ্দিন আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তিনি বলেন, “এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বিডি প্রতিদিন/হিমেল