চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) একদিনে ৫ হাজার ১৯ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করে রেকর্ড গড়েছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই পরিমাণ কনটেইনার হ্যান্ডলিং (জাহাজে ওঠানো-নামানো) করা হয়েছে। যা টার্মিনালটির ইতিহাসে সর্বোচ্চ। এর মধ্যে আমদানি কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ২ হাজার ১০১ টিইইউস (২০ ফুট সমমান হিসাবে) ও রপ্তানি ২ হাজার ৯১৮ টিইইউস।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৭ জুলাই থেকে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) চট্টগ্রাম বন্দরের এনসিটি-২, ৩, ৪ ও ৫ নম্বর বার্থের অপারেটরের দায়িত্বভার গ্রহণ করে। দায়িত্ব গ্রহণের পর থেকে টার্মিনালটিতে কনটেইনার হ্যান্ডলিং উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ১ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত সিডিডিএল এর পরিচালনায় এনসিটিতে ১ লাখ ৯ হাজার ২১৭ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে, অর্থাৎ প্রতিদিন গড় হ্যান্ডলিং ৩ হাজার ৯০৩ টিইইউএস। যা পূর্বের তুলনায় ৪০ শতাংশ বেশি।
এদিকে, ৭ জুলাই সিডিডিএল দায়িত্ব নেওয়ার পর থেকে ২৫ আগস্ট পর্যন্ত ৪৯ দিনে মোট কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৯৩১ টিইইউস। সিডিডিএল দায়িত্ব গ্রহণ করার আগের ৪৯ দিনে হ্যান্ডলিং হয়েছিল ১ লাখ ১৯ হাজার ২৭৬ টিইইউএস।
সিডিডিএল সূত্র জানান, প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও সদস্যগণ জাহাজ পয়েন্ট, ডেলিভারি পয়েন্ট, অ্যাপ্রাইজমেন্ট পয়েন্ট, সিঅ্যান্ডএফ শেডসহ গেটসমূহে দক্ষতার সাথে দায়িত্ব পালন করায় আগের চেয়ে হ্যান্ডেলিং ত্বরান্বিত হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত