চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সময়ের সাথে সাথে চট্টগ্রাম নগরীতে জনবসতি ও অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় সিটি কর্পোরেশনের সীমানা সম্প্রসারণ জরুরি হয়ে পড়েছে।
শুক্রবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের বায়তুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সিটি মেয়র বলেন, বর্তমানে সিটি কর্পোরেশনের বাইরে থাকা বিপুল জনগোষ্ঠী প্রতিদিন নগরে এসে কাজ করছে, ব্যবসা-বাণিজ্য করছে। অথচ এসব অঞ্চল কর্পোরেশনের আওতার বাইরে থাকায় উন্নয়ন ব্যাহত হচ্ছে। এর ফলে অর্থনৈতিক সম্প্রসারণে বাধা সৃষ্টি হচ্ছে এবং রাজস্ব হারাতে হচ্ছে। এটি নগর উন্নয়নের জন্য একটি বড় চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন তিনি।
ডা. শাহাদাত আরও বলেন, “যদি আমরা দেশকে ভালোবাসি, যদি চট্টগ্রামকে ভালোবাসি, তবে এই নগরীকে সম্প্রসারণ করতে হবে। দক্ষিণ চট্টগ্রামের অনেক অংশ, বিশেষ করে কর্ণফুলি ও আনোয়ারার কিছু অঞ্চলকে নগরের সঙ্গে যুক্ত করা প্রয়োজন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল্লামা মুফতি খলিল আহমদ কুরাইশি। প্রধান বক্তা ছিলেন সাবেক সংসদ সদস্য সরোয়ার জামাল নিজাম। এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোশাররফ হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক এম মনজুর উদ্দীন চৌধুরী, সাবেক চেয়ারম্যান হাসান চৌধুরী, এডভোকেট ফৌজুল আমিন চৌধুরী, শাহজাওয়ার সানি নিজাম, হুমায়ুন কবির আনছার চেয়ারম্যান, জেলা যুবদলের সভাপতি মো. শাহজাহান প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল