পিএসজিতে নিজের শেষ মৌসুমেও দুর্দান্ত খেলছেন কিলিয়ান এমবাপ্পে। এবার সেটির স্বীকৃতি পেলেন তিনি। ২০২৩-২৪ মৌসুমে ফ্রান্সের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন তিনি। শনিবার (১৪ ডিসেম্বর) ফ্রেঞ্চ ফুটবল এমবাপ্পের নাম ঘোষণা করে। এই নিয়ে টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে চতুর্থবারের মতো ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’- এর এই পুরস্কার জিতলেন ২৫ বছর বয়সী ফরোয়ার্ড।
পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষে গত গ্রীষ্মে ‘ফ্রি এজেন্ট’ হিসেবে রেয়াল মাদ্রিদে যোগ দেন এমবাপ্পে। এই মৌসুমে স্পেন ও ইউরোপ চ্যাম্পিয়নদের হয়ে এখন পর্যন্ত ২২ ম্যাচে ১২টি গোল ও ২টি অ্যাসিস্ট করেছেন তিনি। সেই ক্লাব ও ফ্রান্স জাতীয় দলে তার পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে এই পুরস্কারে।
১৯৫৯ সাল থেকে বর্ষসেরার এই পুরস্কার দিয়ে আসছে ফ্রান্স ফুটবল। শুরুতে শুধু ফ্রান্সে খেলা ফরাসি ফুটবলারদের দেওয়া হতো পুরস্কারটি। ১৯৯৬ সাল থেকে ফ্রান্সের বাইরে খেলা ফরাসি ফুটবলারদেরও পুরস্কারের জন্য বিবেচনা করা হয়। আগে খেলোয়াড়দের পঞ্জিকাবর্ষের পারফরম্যান্সের হিসাব ধরা হলেও, ২০২৩ সালে নিয়মে পরিবর্তন এনে গোটা একটি মৌসুমকে বিবেচনায় নেওয়া হচ্ছে।
এর আগে ২০১৮ ও ২০১৯ সালের এবং ২০২২-২৩ মৌসুমের পারফরম্যান্সের জন্য পুরস্কারটি জিতেছিলেন এমবাপ্পে। পিএসজিতে ২০২৩-২৪ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি করেন ৫২ গোল। সেবার তিনি ষষ্ঠবারের মতো জেতেন লিগ আঁ শিরোপা, ফরাসি কাপ জয়ের স্বাদও পান।
ভোটে এমবাপ্পের পেছনে থেকে দ্বিতীয় হয়েছেন আর্সেনাল ডিফেন্ডার উইলিয়াম সালিবা। এসি মিলান গোলরক্ষক মাইক মিয়াঁ হয়েছেন তৃতীয়। এমবাপ্পের বর্তমান ক্লাবের দুই সতীর্থ এদুয়ার্দো কামাভিঙ্গা চতুর্থ ও অহেলিয়া চুয়ামেনি পঞ্চম হয়েছেন।
বিডি প্রতিদিন/নাজিম