রিয়াল বেতিসের সঙ্গে গত সোমবার লিগ ম্যাচে ২-২ গোলে ড্র করে বার্সা। ওই ম্যাচেই রেফারির সঙ্গে বাজে ব্যবহারের জন্য লাল কার্ড দেখেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। যে কারণে স্প্যানিশলা লিগা কর্তৃপক্ষ তাকে দুই ম্যাচের জন্য ‘টাচলাইন’ নিষেধাজ্ঞা দিয়েছে।
এই নিষেধাজ্ঞার ফলে বার্সার পরবর্তী দুই লিগ ম্যাচ লেগানেস ও অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ডাগআউটে দাঁড়াতে পারবেন না ক্লাবটির এই জার্মান কোচ। এ যেন মরার উপর খাড়ার ঘা। লা লিগায় শেষ পাঁচ ম্যাচে পাঁচ পয়েন্ট তুলে নেওয়া বার্সেলোনার জন্য আরও একটি বড় ধাক্কা। সে যাই হোক, নতুন খবর হচ্ছে নিষেধাজ্ঞার পর নিজের দায় স্বীকার করেছেন বার্সা কোচ।
শনিবার (১৫ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, আমার আবেগ নিয়ন্ত্রণে উন্নতি করতে হবে।
তিনি বলেন, ‘আমার প্রতিক্রিয়াটি সঠিক ছিল না। মৌসুমের শুরুতে আমি দলকে বলেছিলাম রেফারিদের নিয়ে অভিযোগ না করতে। আমরা এমন বিষয়ে শক্তি নষ্ট করতে চাই না, যা আমরা বদলাতে পারব না। রেফারি একবার সিদ্ধান্ত নিলে তা আর পাল্টানো যায় না।’
গত সপ্তাহের লা লিগার ম্যাচে রিয়াল বেতিসের বিপক্ষে ২-২ গোলে ড্র করার সময়, ৬৬তম মিনিটে ভিক্টর রকের বিপক্ষে ফ্রেংকি ডি ইয়ংয়ের চ্যালেঞ্জে পেনাল্টি দেওয়া নিয়ে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানানোয় ফ্লিককে মাঠ ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
রেফারি আলেহান্দ্রো মুনিৎজ রুইজের ম্যাচ রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ‘চিৎকার, অঙ্গভঙ্গি এবং সিদ্ধান্তের প্রতিবাদ’ করার কারণে ফ্লিককে লাল কার্ড দেখানো হয়েছিল। তবে ফ্লিক দাবি করেন, তার প্রতিক্রিয়া রেফারির উদ্দেশ্যে ছিল না। বার্সেলোনা নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছিল, কিন্তু সেটি খারিজ হয়ে যায়।
ফ্লিক বলেন, ‘আমাদের লাল কার্ড মেনে নিতে হবে। এটা আমার জন্য কঠিন, কিন্তু আমি নতুন লিগে এসেছি, ভুল হয়েছে এবং এটি স্বীকার করছি। আমার আচরণ নিয়ে আমাকে কাজ করতে হবে। আমি শুধু চাই, রেফারিরা সব ম্যাচে সমান আচরণ করুক। আমরা সবাই মানুষ, ভুল হওয়াটাই স্বাভাবিক।’
ফ্লিকের নিষেধাজ্ঞার সময় বার্সেলোনার সহকারী কোচ মার্কাস সর্গ দায়িত্ব পালন করবেন। ফ্লিক বলেন, ‘মার্কাস একজন অভিজ্ঞ কোচ। তার ফুটবল জ্ঞান অনেক গভীর। আমি তার ওপর আস্থা রাখি এবং বিশ্বাস করি তিনি ম্যাচ সামলাতে পারবেন।’
রিয়াল বেতিসের বিপক্ষে ড্রয়ের পর চ্যাম্পিয়নস লিগে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে বার্সা। এছাড়াও দলে ফিরে এসেছেন রক্ষণভাগের খেলোয়াড় রোনাল্ড আরাউহো, যিনি জুলাইয়ে অস্ত্রোপচারের পর এই মৌসুমে এখনও মাঠে নামেননি। আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন এবং আনসু ফাতিও অনুশীলনে যোগ দিয়েছেন।
বিডি প্রতিদিন/নাজিম