জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় শাস্তি পেয়েছেন গুলবাদিন নাইব। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে ‘রহস্যের হাসি’ এবং ডিআরএস না থাকা সত্ত্বেও রিভিউ চাওয়ার ঘটনায় আইসিসি তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে।
হারারেতে গত শুক্রবার জিম্বাবুয়ের ইনিংসের একাদশ ওভারের ঘটনা এটি। ওই ওভারে আফগান অধিনায়ক রাশিদ খানের পঞ্চম বলে এলবিডব্লিউ হন রায়ান বার্ল। পরের বলে টাশিঙ্গা মুসেকিওয়াকে এলবিডব্লিউয়ের আবেদন করে সফরকারীরা। তবে আম্পায়ার সাড়া দেননি। স্লিপে ফিল্ডিং করা নাইব তখন বিশাল হাসিতে নাটকীয়ভাবে মাথা নত করে ভিন্নমত পোষণ করেন। ম্যাচে ডিআরএস না থাকলেও রিভিউয়ের জন্য আবেদন করেন তিনি।
গুলবাদিন নাইবের শাস্তির কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থাটি। নিজের দোষ স্বীকার করে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নেন নাইব। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। আফগানিস্তানের এই পেস বোলিং অলরাউন্ডারের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
গত ২৪ মাস সময়ের মধ্যে প্রথম ডিমেরিট পয়েন্ট পেলেন তিনি। দুই বছর সময়ের মধ্যে চার বা এর বেশি ডিমেরিট পয়েন্ট কেউ পেলে তা রূপ নেয় সাসপেনশন পয়েন্টে। কোনো ক্রিকেটার দুইটি সাসপেনশন পয়েন্ট পেলে তিনি এক টেস্ট বা দুই ওয়ানডে কিংবা দুটি টি-টোয়েন্টি থেকে নিষিদ্ধ হন, যেটা আগে আসে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ