ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

বিনা টিকিটে রেল ভ্রমণে ১১শ' যাত্রীর জরিমানা
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনে বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ১ হাজার ১১৮ জন যাত্রীকে জরিমানা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার(পূর্ব) সর্দার সাহাদাত আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় ২ লাখ ৯ হাজার ৭৫০ টাকা জরিমানা ও সমপরিমাণ ভাড়া আদায় করা হয়।

সর্দার সাহাদাত আলী বলেন, সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ভৈরব-কিশোরগঞ্জ, ঢাকা-সিলেট, ময়মনসিংহ-ভৈরব-চট্টগ্রাম, ঢাকা-ভৈরব-ময়মনসিংহ রেলপথে চলাচলকারী ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে বিরতি দেওয়া ১২টি আন্তঃনগর, মেইল ও লোকাল ট্রেনে এ টিকিট চেকিং অভিযান চালানো হয়।

বিডি প্রতিদিন/২৪ জুন ২০১৮/হিমেল



এই পাতার আরো খবর