ঢাকা, সোমবার, ১৭ জুন, ২০২৪

আজকের পত্রিকা

আবরারের কবর জিয়ারত করলেন বিএনপি নেতারা
কুষ্টিয়া প্রতিনিধি:

বুয়েটের ছাত্র আবরার ফাহাদের কবর জিয়ারত ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে জেলা বিএনপির নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে যান তারা। রায়ডাঙ্গা গোরস্থানে ফাহাদের কবর জিয়ারত শেষে তাঁর বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বিএনপি নেতারা অবিলম্বে আবরার হত্যার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এসময় কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমির নেতৃত্বে জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট শামীউল হাসান অপু, যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টুসহ কয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/এ মজুমদার



এই পাতার আরো খবর