ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

সিরাজগঞ্জে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে বিজয় র‌্যালিকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার সকাল সোয়া ১১টার দিকে ইলিয়ট ব্রিজের পূর্বপাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে ইট-পাটকেল-দেশীয় অস্ত্র ও পুলিশের ছোড়া গুলিতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে। 

পুলিশ-প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে কলেজের ছাত্র-শিক্ষক ও মুক্তিযোদ্ধাদের একটি বিশাল র‌্যালি বের হয়ে শহরের ইলিয়ট ব্রিজের পূর্বপাশে পৌঁছালে দু'দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। প্রায় ঘণ্টাব্যাপী দু'পক্ষের সংঘর্ষ চলে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে রাবার বুলেট টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

সংঘর্ষে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মীর আহত হয়। আহতদের শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর