চাঁদপুরে বৃষ্টির জন্য প্রার্থনা করে ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার আয়োজনে শহরের মাইক্রোস্ট্যান্ডে এই নামাজের আয়োজন করা হয়। নামাজে শত শত মুসল্লি অংশগ্রহণ করেন।
এই উপলক্ষে সকাল থেকেই সকল শ্রেণি পেশার মানুষ মাঠে উপস্থিত হতে থাকেন। পরে নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয়। নামাজে ইমামতি করেন নাজিরপাড়া জামে মসজিদের খতিব গাজী মোহাম্মদ আবু হানিফ।
নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। এসময় চলমান বৈশ্বিক সংকট থেকে মুক্তির জন্য দোয়াও করা হয়।
পরে ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মো: জয়নাল আবেদিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আগত ড্রাইভার এবং যাত্রীদের মাঝে খাবার স্যালাইন ও শরবত বিতরণ করেন।
বিডি প্রতিদিন/হিমেল