ভোলায় ঘরচাপা পড়ে সাফায়েত করিম (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন এর রোইদেরহাট এলাকায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সাফায়াত রোইদেরহাট এলাকায় তার শ্বশুর বাড়ি যান। বিকালের দিকে হঠাৎ শ্বশুরের ঘরের মাচা ভেঙ্গে পড়লে সাফায়াত তাতে চাপা পড়েন। গুরুতর আহত সাফায়াতকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়। রাতে তিনি মারা যান। শুক্রবার সকালে তার জানাজা নামাজ শেষে দাফন করা হয়। নিহত সাফায়াত পূর্ব ইলিশার চরআনন্দ গ্রামের মৃত মাওলানা রফিকুল ইসলামের ছেলে।
বিডি প্রতিদিন/এএ