উইম্বলডনে দুর্দান্ত পথচলায় ক্যারিয়ারে সবচেয়ে বড় ঘটনার জন্ম দিলেন অ্যামান্ডা অ্যানিসিমোভা। মেয়েদের এককের শীর্ষ খেলোয়াড় আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন যুক্তরাষ্ট্রের এই খেলোয়াড়।
সেন্টার কোর্টে সেমিফাইনালে শুরুটা দুর্দান্ত হয় অ্যানিসিমোভার। গত বছর দুটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সাবালেঙ্কা দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ালেও পারেননি তরুণ প্রতিপক্ষকে আটকাতে। ৬-৪, ৪-৬, ৬-৪ গেমে জিতে নতুন ইতিহাস রচনা করেন ২৩ বছর বয়সী অ্যানিসিমোভা। ২০০৪ সালে সেরেনা উইলিয়ামসের পর যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ নারী খেলোয়াড় হিসেবে উইম্বলডনের ফাইনালে উঠেছেন তিনি।
২০২৩ সালে মানসিক অবসাদের কারণে টেনিস থেকে লম্বা বিরতি নেন অ্যানিসিমোভা। একারণে ডাব্লিউটিএ রাঙ্কিংয়ে ৪০০ এর বাইরে চলে যান তিনি। চলতি আসরে তিনি খেলছেন ১৩তম বাছাই হিসেবে। ২০১৯ সালের ফরাসি ওপেনের সেমি-ফাইনালে খেলার পর, এই প্রথম গ্র্যান্ড স্ল্যামের শেষ চারে ওঠেন অ্যানিসিমোভা। এবার পা রাখলেন নতুন উচ্চতায়।
তিনবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী বেলারুশের তারকা সাবালেঙ্কার প্রথমবার উইম্বলডনের ফাইনালে খেলার অপেক্ষা আরও বাড়ল। এই বছর অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেনের ফাইনালে হারেন তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ