বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনীতি থেকে শুরু করে সব ক্ষেত্রেই ভিন্নমত থাকবে। কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে। এটা করা না গেলে যত সংস্কারই করা হোক, কোনো লাভ হবে না।
আজ শুক্রবার রাজধানীর বনানী ক্লাবে নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স অব বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এই দায়বদ্ধতা নিশ্চিত করতে গণমাধ্যমের মধ্যে পরিবর্তন আনতে হবে, যারা জবাবদিহি নিশ্চিত করবে।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, বিগত সরকারের আমলে বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা ছিল না, যার প্রতিফলন মিডিয়াতে দেখা গেছে। গণমাধ্যমের খবরের ভিত্তিতে মানুষ সিদ্ধান্ত নেয়। কাজেই সংবাদমাধ্যমে পরিবর্তন আনার সময় এসেছে।
বিডি প্রতিদিন/জুনাইদ